Monday, July 6, 2009

উপলব্ধি

হঠাৎ এক সকালে ভাবলাম প্রাত:কৃত্যের মাঝে
পৃথিবীকে আমারওতো কিছু বলার আছে
কত কিছু জীবনে দেখে শুনে বেড়াই
তারই কিছু টুকরো ছবি আজ আঁকতে চাই

মাঝেমাঝেই ভেবে বেড়াই কোনটা যে বড়
পার্লামেন্টের তামাশা নাকি রিয়ালিটি শো
আমার দেখা সেরা যুদ্ধ বাবর আর রামে
এখনো তা লড়ছে বসে বিজেপি আর বামে

শৈশব থেকে একটা প্রশ্ন ভাবায় আমার মন
কুকুর কেন শুনছে বসে HMVর গ্রামোফোন
আমাদের ঠাকুরদাদারা বড়ই ভাগ্যবান
তাদেরতো শুনতে হয়নি বাংলা ব্যান্ডের গান

হাতকাটা জগন্নাথও পেয়ে থাকেন পুজো
মদনদেবকে পোছে না কেউ কেন তুমি বোঝো?
তাজমহল দেখে আজ প্রশ্ন জাগে মনে
সাজাহান কি কখন ভুগেছিলেন রিশেসনে

প্রতিভা আমার জন্মগত, ব্যাঙ্কে ছিল রাখা
পলিসিটা ম্যাচিওর হওয়ায় যাচ্ছে এখন দেখা
সেই প্রতিভার দুই ছানা - আমার কাব্য এবং গদ্য
সাহিত্যের দুই কেলেঙ্কারি জন্মেছে সদ্য

অপরাধের শেষে ক্ষমা চাওয়াই রীতি
সেই ন্যাকা ফর্মুলা মেনে টেনে দিলাম ইতি।

2 comments:

  1. tubai... bangla bolte na parer frustation noi to.. khub halo hoeche... chalie jao...

    ReplyDelete
  2. অদ্ভুত ------------------ ভালো।

    ReplyDelete