Wednesday, August 10, 2011

নামাবলি গায়ে মন্দিরে যাই, পাথরেতে মাথা ঠেকাই
তবু কোনদিনই যে তাঁর দেখা না পাই
আমি পথ হাঁটি মিছিলেতে, আমি প্রতিবাদী মর্মেতে
তত্ত্বের টক-ঝাল-মিষ্টি বুলি কপচাই
আমি জেনেছি এ জীবন মহান, তাই মনে রাখি কবির প্রয়াণ
শুধু ভুলে যাই ধূসর কোষের অস্তিত্ত্বটাই